বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

January 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী : মেহেরপুরের গাংনী উপজেলার ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের টিম । গাড়াডোব রাইসমিল পাড়ার এরশাদ আলী’র যমুনা ব্রীককে ৫০ হাজার টাকা এবংএকই গ্রামের আব্দুল গনির নাবিদ ইটভাটাতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা,সহড়াবাড়িয়া গ্রামের ফজলুল হকের এফ জেপি ইটভাটাতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ইটভাটার টিনের চিমনী গুড়িয়ে দেওয়া হয়। বুধবার ভ্রাম্যমাণ আদালত বিকেল থেকে সন্দ্ধ্যা পর্যন্ত এসব ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, টিনের চিমনী ব্যবহার, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ইটভাটা গড়ে তুলে ইট পোড়ানোর জন্য এ  জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ ও মামনুর রহমান, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক, ইমদাদুল হক, পরিদর্শক আজহারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।