টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়ী আটক

By মেহেরপুর নিউজ

August 03, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের  হাসিবুুলের বাড়ি থেকে টাকা ও জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টীম তাদেরকে আটক করে।

আটককৃতরা হচ্ছে ছাতিয়ান গ্রামের হাসিবুল (২৪), জাকির হোসেন (২৬), জাহাঙ্গীর (২৬), মারুফ হোসেন(১৬), মান্নান(৩২), গোবরধন(৪০) ও হাফিজুর(৩০)।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বেশ কিছুদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসিবুলের বাড়িতে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলীম শেখ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়াড়িদেরকে আটক করে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত এক সেট তাস ও ২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।