অন্যান্য

মেহেরপুরের গাংনীতে ৮ টি শক্তিশালী বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী

By মেহেরপুর নিউজ

November 14, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর :

মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদা পাড়া গ্রামের মাঠ থেকে ৮ টি শক্তিশালী তাঁজা বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে জালের কাঠি,সিপ্রন্টার এবং গান পাউডার। তবে বোমা রাখার দায়ে কাউকে আটক করতে পারিনি যৌথ বাহিনীর সদস্যরা।

এদিকে উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে জানিয়েছে যৌথ বাহিনী। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য গাংনী থানা চত্বরে ডুবিয়ে রেখেছে পুলিশ।

গাংনী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান,চরমপন্থীরা বোমা তৈরী শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম গুলো ফেলে রেখে পালিয়ে যায়।

যৌথ বাহিনী জানায়,আজ রোববার রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের mgš^‡q গঠিত যৌথ বাহিনীর সদস্যরা গাংনী উপজেলার নওদা পাড়া গ্রামে হানা দেয়। যৌথ বাহিনীর সদস্যরা নওদা পাড়া গ্রামের মাঠে জয়নালের আখক্ষেতের ভিতর থেকে পলিথিন ব্যাগে ভর্তি ৮ টি শক্তিশালী বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।