মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: মেহেরপুরের গাংনীর শিশির পাড়ায় জমিতে মাটি কাঁটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মহিলা সহ ৪ জনকে। আহতরা হলো,খায়রুল আলম(৩৪),আলেয়া(৩০), আলামিন এবং মতিয়ার রহমান। আহতদের মধ্যে খায়রুল আলম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: আবুল কাশেম জানান, আহত খায়রুলের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে। জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার শিশির পাড়ার খায়রুলের ভাইয়ের জমিতে জোর করে মাটি কাঁটে একই গ্রামের রেজাউলের ৬ ছেলে। এসময় খায়রুল আলম বাঁধা দিলে তার সাথে প্রতিপক্ষের লোকজনের কথাকাঁটাকাঁটির এক পর্যায়ে বাকবিতন্ডা শুরু হয়। এসময় রেজাউলের ছেলেরা তাকে তাড়া করলে সে দৌড়ে ঘরে এসে আশ্রয় নেই। তারা ঘরে প্রবেশ করে বেধড়ক লাঠিপেটা করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি ঘর ভাংচুর করে চলে যায়।