বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর আকুবপুর থেকে অস্ত্র সহ দু’ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

December 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রাম থেকে এলাকার শীর্ষ দু’ চাঁদাবাজ একাধিক মামলার আসামী এনামুল হক(৩০) ও রুহুল আমিনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক হওয়া চাঁদাবাজ দলের নেতা এনামুলের স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে একটি অত্যাধুনিক ভারতীয় সাটারগান উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।এ ব্যাপারে গাংনী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডর লে: সাজ্জাদ রায়হান বলেন,আটককৃতরা এলাকার শীর্ষ চাঁদাবাজ। তাদের বিরদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। ইঁভাটয় চাঁদাবাজি সহ এ অঞ্চলের সব ধরনের চাঁদবাজির নেতৃত্ব দেয় এরা দু’জন। মোবাইল নম্বর টেরাকিংকরে এদের আটক করা হয়েছে। আশাকরছি দলের অন্যান্য সদস্যদের আটক করতে সক্ষম হবে র‌্যাব। র‌্যাব জানায়,রোববার প্রথম সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার আকুবপুর গ্রামে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা নিজ বাড়ি থেকে এলাকার শীর্ষ চাঁদাবাজ আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল ও একই গ্রামের দলিমর্দ্দিনের ছেলে রুহুল আমিনকে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে আসে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের পর বেলা ১২ টিকে দিকে র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে আটককৃতদের হাজির করা হয়।