বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর আজকের কাঁচা বাজার দর

By মেহেরপুর নিউজ

December 06, 2019

গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:

মেহেরপুরের গাংনীতে শুক্রবার  সকালে গাংনী কাাঁচা বাজারে গিয়ে দেখা গেছে পেঁয়াজের দাম ১৮০ টাকা যা গত সপ্তাহে ছিল ২২০ টাকা।

অর্থাৎ এ সপ্তাহে ৪০ টাকা কেজি প্রতি কমেছে। তবে গাংনী পাইকারী কাঁচা আড়তের বিশিষ্ট ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, পেঁয়াজের কোন ঘাটতি নাই তাই এখন থেকে প্রত্যেক সপ্তাহে দাম কমতে থাকবে।

আজ সব্জী বাজারে যে দরে মালামাল বিক্রী হচ্ছে: মুলা ১ কেজি ২০ টাকা, বেগুন ১ কেজি ৩০/৩৫ টাকা, আলু ১ কেজি ৩০/৫০ টাকা, পটল ১ কেজি ২৫/৩০ টাকা, সিম ১ কেজি ৪০ টাকা, ঢেঁড়শ ১ কেজি ৩০ টাকা, আদা ১ কেজি ১৬০ টাকা, গাজর ১ কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ ১ কেজি ৩০ টাকা, শুকনা মরিচ ১ কেজি ২৫০ টাকা, কাঁচা কলা ১ কেজি ২০ টাকা, লাউ ১ পিচ ২৫/৩০ টাকা, পেঁপেঁ ১ কেজি ১৫/২০ টাকা, রসুন ১ কেজি ২০০ টাকা, ঝিঁঙে ১ কেজি ৩০ টাকা, জলপাই ১ কেজি ২৫ টাকা, আমড়া ১ কেজি ১৫ টাকা, টমেটো ১ কেজি ৪০/৬০ টাকা, করলা ১ কেজি ৪০ টাকা, ডিম ১ হালি ৩০ টাকা। তবে কয়েকটি কাঁচা মালে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা রদবদল হয়েছে।