করোনাভাইরাস

মেহেরপুরের গাংনীর কাজিপুর গ্রামের তরুণদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 25, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ১নং ওয়ার্ডের কিছু উদীয়মান তরুণের উদ্যোগে প্রবাসীদের নিকট হতে অর্থ সংগ্রহ করে ১ শ’টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শনিবার সকালে কাজিপুর ১ নম্বর ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় গাংনী উপজেলা জিজিএস ফোরামের সাধারণ সম্পাদক আঃ হাদী মাষ্টার, মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের ইউনিয়ন প্রতিনিধি বাদশাহ বুলবুল, কিন্ডার গার্টেন শিক্ষক সোহেল রানা, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, বকুল, পলাশসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।