বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত থেকে ৪৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

June 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭/৪ এস এর সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে ৪৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়,মঙ্গলবার দিবাগত রাত ৪ টার দিকে বিজিবি’র কাজিপুর বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা  আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭/৪এস এর কাছে আনুমানিক ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কার্টুন ভর্তি অবস্থায় ৪৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। বিজিবি’র কাজীপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা গভীর রাতে কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে ফেন্সিডিল ভর্তি কার্টুট নিয়ে  কাজীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে। এসময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে মাদক ব্যবসায়ীদের তাঁড়া করে। অবস্থা বেগতিক ভেবে মাদক ব্যবসায়ী কার্টুনটি ফেলে রেখে পালিয়ে বাঁচে। পরে বিজিবি সদস্যরা কার্টুনটি উদ্ধার করে এবং তার ভিতর থেকে আমদানি নিষিদ্ধ ৪৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।