বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর কাজীপুরে দু’ভাইকে ভাইকে জবাই করে হত্যা মামলার এক আসামী আটক

By মেহেরপুর নিউজ

June 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডার পাড়া মাঠে আপন দু’ভাইকে জবাই ও কুপিয়ে হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী মনির কে আটক করেছে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। বর্তমানে আটক মনিরকে র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব ক্যাম্প কমান্ডার লে,সাজ্জাদ রায়হান জানান,আটক মনির জোড়া হত্যা মামলার অন্যতম আসামী। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে আমার ধারনা। যৌথবাহিনী জানায়,বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কাজীপুর গ্রামের জনগনের সহায়তায় তারা কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে জোড়া খুন হত্যা মামলার আসামী মুনসুর আলীর ছেলে মনিরকে নিজ বাড়ি থেকে আটক করে প্রথমে বিজিবি ক্যাম্পে ও পড়ে গাংনী র‌্যাব ক্যাম্পে নিয়ে আসে। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার কিয়ামুর্দ্দীনের দু’ছেলে কে ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নিজ নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা রাতেই তাদেরকে গ্রামের বর্ডার পাড়া মাঠের একটি মরিচের জমিতে কুপিয়ে ও জবাই করে হত্যা শেষে ফেলে রেখে চলে যায়। শনিবার সকালে মাঠে কর্মরত লোকজন আবাদী জমিতে দু’ভাইয়ের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায়।