মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল সহ খোকা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,আটককৃত খোকা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়,মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামের মালিথা পাড়ার মুনসুরের ছেলে মাদক ব্যবসায়ী খোকার বাড়ির পায়খানার ছাদ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা সহ তাকে আটক করে।