রাজনীতি

মেহেরপুরের গাংনীর চরগোয়ালগ্রামে খাসজমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ।। দু’ আ’লীগ কর্মী নিহত।। আহত ২০।। ১০ টি বাড়িতে আগুন ও ব্যাপক ভাঙচুর।। আটক ১

By মেহেরপুর নিউজ

April 02, 2012

মো:আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে খাস জমি দখল ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে দু’জন আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। ঘটনাস্থলে মারা গেছে,চরগোয়ালগ্রামের মুনসুরের ছেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা হ্যাবল(৪৫) এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একই গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিরর্দ্দীর ছেলে আতাহার আলী। আহত হয়েছে ২০ জনের মতন। আহতরা মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উত্তেজিত জনতা গ্রামের  ১০ টি বাড়ি পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাংচুর

চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে জানা গেছে। পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র চরগোয়াল গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি সহ পুলিশ ও র‌্যাবে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি জানান,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে। অপ্রীতিকর ঘটনাকে এড়াতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। আজ সোমবার

বেলা সাড়ে ১২ টার দিকে একটি আওয়ামীলীগ কর্মী লালনের মোটরসাইকেলযোগে ৩ জন আওয়ামীলীগ নেতা বিএনপি গ্রামের খাসজমি অধ্যূষিত রিফুজি পাড়ায় যায়। এসময় বিএনপি কর্মী নাজির,আতিয়ার সহ বেশ কয়েকজন মোটরসাইকেলকে লক্ষ্য করে প্রথমে একটি বোমা ছুঁড়ে মারে এবং পরে গুলি চালায়। মোটরসাইকেল উল্টে পড়ে গেলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায় ঘটনাস্থলে মারা যায় আওয়ামীলীগ কর্মী হ্যাবল। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আতাহার আলী। গাংনী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট শফি জানান,বিএনপি নেতারা পরিকল্পিতভাবে বোমা মেরে আওয়ামীলীগের দু’নেতাকে হত্যা করেছে। এর বিচার করতে হবে। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,চরগোয়ালপাড়া গ্রামের অবস্থা বর্তমানে শান্ত। খাস জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা। নিহত দু’জন আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে।