খেলাধুলা

মেহেরপুরের গাংনীর ছেলে পারভেজ আহমেদ’র জাতীয় ভলিবল দলে

By মেহেরপুর নিউজ

August 20, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনীর ছেলে পারভেজ আহমেদ জাতীয় ভলিবল দলের সুযোগ লাভ করেছেন।

পারভেজ আহমেদ গাংনী হল পাড়া সোহরাব হোসেনের ছেলে। এবং গাংনী প্রি ক্যাডেট একাডেমীর ছাত্র। তিনি আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।পারভেজ আহমেদ ষষ্ঠ শ্রেণি থেকেই ভলিবল খেলা শুরু করেন। পরে তিনি ঢাকার তিতাস ক্লাবে নাম লেখান।

সোহরাব হোসেনের ৩ সন্তানের মধ্যে পারভেজ আহমেদ দ্বিতীয়। পারভেজ আহমেদ জাতীয় ভলিবলের সুযোগ লাভ করার পরপরই আগামী ২২ আগস্ট ইরাকের সাথে খেলার জন্য ঢাকা ত্যাগ করবেন। এর পরপরই রয়েছে অস্ট্রেলিয়া সাথে খেলা।

ভলি ফেডারেশন সম্প্রতি জাতীয় ভলীবল দলের নাম ঘোষণা করেন। এর মধ্যে সর্বকনিষ্ঠ মেহেরপুরের গাংনীর পারভেজ আহমেদ। এদিকে পারভেজ আহমেদ জাতীয় দলে সুযোগ লাভ করে মেহেরপুরের গাংনী ভলিবল দলের কোচ এবং জাতীয় ভলি ফেডারেশন এর অন্যতম সদস্য আতর আলী বলেন, আমার হাতে গড়া পারভেজ আহমেদ জাতীয় দলে সুযোগ পাওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করছি। জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক গাংনীর ছেলে আফজাল হোসেন বলেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল পারভেজ জাতীয় দলে সুযোগ পাবে সে সেটি পেয়েছে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার ও সাবেক ভলি খেলার আরিফ আহমেদ বলেন, আমার বিশ্বাস ছিল গাংনীর কমপক্ষে ৩ জন ছেলে সুযোগ পাবে। কিন্তু ১ জন পেয়েছে। আমি খুশি হয়েছি। তবে প্রাথমিক পর্যায়ে থাকা আরও দুজন যদি সুযোগ পেত তাহলে আরো বেশী খুশী হতাম।