টপ নিউজ

মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামে তেল পাম্পে বােমা হামলা

By মেহেরপুর নিউজ

October 08, 2019

 মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে হােসেন ফিলিং স্টেশন নামের একটি তেল পাম্পে বােমা হামলা করেছে দুৃর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ২টি ককটেল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশের একটিদল। সােমবার দিবাগত মধ্যরাতে বােমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পাশে পশ্চিম মালসাদহ গ্রামে মধ্যরাতে হােসেন ফিলিং স্টেশনে পরপর ২বার বােমা বিস্ফােরণের শব্দ হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ২টি অবিস্ফােরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে দুর্বৃত্তরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।