বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর ভরাট গ্রাম থেকে ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী

By মেহেরপুর নিউজ

November 11, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভরাট গ্রাম থেকে ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। উদ্ধার করা বোমা ৫ টি বেশ শক্তিশালী ও তাঁজা বলে জানিয়েছে র‌্যাব। তবে বোমার রাখার দায়ে কাউকে আটক করতে পারিনি যৌথ বাহিনী। বর্তমানে উদ্ধার করা বোমা গুলিকে গাংনী থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ এএসপি শেখ জাহিদুল ইসলাম বলেন,উদ্ধার করা বোমা গুলির মধ্যে ৩ টি বোমা শক্তিশালী। চরমপন্থীরা চাঁদার দাবীতে বাড়ির সামনে বোমা গুলো রেখে গেছে।

যৌথ বাহিনী জানায়,আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা গাংনী উপজেলার ভরাট গ্রামে অভিযান চালায়। তারা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,বোমা রাখার সাথে জড়িতদের খোঁজা হচ্ছে। আশাকরছি তাদের আটক করা সম্ভব হবে।

বাড়ির মালিক রুহুল আমিন বলেন,চরমপন্থীরা চাঁদার দাবীতে কয়েকদিন ধরে মোবাইল ফোনে আমাকে হুমকি দিচ্ছে। তার জের হিসেবে তারা পরিকল্পিতভাবে বাড়ির সামনে বোমা গুলি রেখে গেছে।