বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রাম থেকে শক্তিশালী বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রাম থেকে একটি তাঁজা বোমা উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার করা বোমাটি বেশ শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে। শনিবার সকাল ৯টার দিকে ভোলাডাঙ্গা গ্রামের ফরিদ গাজীর বাড়ির পাশে লালটেপ মোড়ানো অবস্থায় বোমাটি উদ্ধার করেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) মহিউদ্দীন মিয়া  জানান, কে বা কারা শত্রুতামূলক বোমাটি রেখে গেছে ফরিদ গাজীর বাড়ির পাশে রেখে গেছে। ফরিদ গাজীর খবরের ভিত্তিতে বোমাটি উদ্ধার করা হয় বলে জানান তিনি। পরে ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে একটি জিডিসহ উদ্ধার করা বোমাটি নিস্ক্রিয় করার জন্য গাংনী থানায় জমা দিয়েছেন বলে জানা গেছে।