বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীর মুক্তিযোদ্ধা আজিজুল হত্যা মামলার ৭ আসামীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

October 12, 2011

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ অক্টোবর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া আমতৈল গ্রামে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের জের ধরে বিএনপি কর্মীদের নির্যাতনে নিহত আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আজিজুল ও তার চাচাতো ভাই ইসরাইল হত্যা মামলার  ৭ আসাম কে হাইকোর্ট এলাকা থেকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটককৃতদের আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।

আটককৃত আসামীরা হলেন,গাংনী উপজেলার আমতৈল গ্রামের আব্দাল মিয়া(৬০),অবসরপ্রাপ্ত পুলিশ সুলতান(৫০),ফজলু(৫২),শামিম(৩৪),লালচাঁদ(৩৫),বরকত(২৬) এবং তাহের(৬৫)। অপারেশনে নেতৃত্বদানকারী মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি নাজমুল হুদা বলেন,আসামীরা গোপনে হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে আমরা হাইকোর্ট এলাকায় অবস্থান নিই এবং আদালত এলাকা থেকে আসামীদের মঙ্গলবার শেষ বিকেলে আটক করে সরাসরি মেহেরপুর নিয়ে আসি। পুলিশ জানায়,মঙ্গলবার শেষ বিকেলে গোপন সংবাদের মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল হাইকোর্ট এলাকায় অভিযান চালায়। পুলিশ হাইকোর্ট এলাকায় আসামীদের ঘোরাফেরা করার সময় ৭ জনকে আটক করে। উল্লেখ্য ২৫ আগস্ট তারিখে গাংনী উপজেলার মানিকদিয়া আমতৈল গ্রামে  আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের জের ধরে বিএনপি কর্মীরা একই গ্রামের আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা গোলাম মালিথার ছেলে আজিজুল এবং তার চাচাতো ভাই রইছউর্দ্দীনের ছেলে ইসরাইলকে বেধরক মারপিট করে। এদের মধ্যে মুক্তিযোদ্ধা আজিজুর ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ১৫ সেপ্টেম্বর ইসরাইল মারা যায়। এ ব্যাপারে গাংনী থানায় হত্যা মামলা দায়ের হয়। যার মামলা নং-১৮।