নির্বাচন

মেহেরপুরের গাংনীর সহড়াতলা ভোট কেন্দ্রে ফাঁকা গুলি, একজন আটক

By মেহেরপুর নিউজ

March 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ মার্চ: মেহেরপুরের গাংনীর সহড়াতলা ভোট কেন্দ্রে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়েছে। এঘটনায় মকলেসুর রহমান নামের একজন পালিয়ে গেলেও তার সহযোগী লাভলু হককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর পৌন তিনটার সময় এ ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য ভোট গ্রহন স্থগিত ছিলো। সহড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল কুদ্দুস ও পুলিশ সদস্য শরিফুল ইসলাম জানান, জনৈক্য এক মহিলা ভোট দেওয়ার জন্য মহিলাবুথে আসে। এসময় লাভলু হক নামের এক তালা মার্কা প্রতিকের সমর্থক (এজেন্ট) তার কাছ থেকে জোর পূর্বক ব্যালট নিয়ে নিজেই সিল মারে। এ ঘটনায় অন্য প্রার্থীর এজেন্টদের সাথে হট্টগোল শুরু হলে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে লাভলুকে আটক করা হয়েছে। এসময় কিছু সময়ের জন্য ভোট গ্রহন স্থগিত ছিলো। বর্তমানে ভোট গ্রহন চলছে। তবে তালা মার্কা প্রতিকের প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে। তিনি বলেন বিজয় ঠেকাতে এ ধরনে ঘটনা ঘটানো হয়েছে।