বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও তেঁতুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দু’টি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

By মেহেরপুর নিউজ

March 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও তেঁতুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দু’টি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নুরল হক (৭০), আব্দুল কুদ্দুস (৫০), শামসুর হক ও মনিরুল,শাহানা খাতুন (৩৫), শাহিন রানা (২২), ফিরোজা খাতুন, বানিয়ারা খাতুন, ফজলুল হক, সোনিয়া খাতুন ও জুয়েল রানা গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে বাড়ির জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হাড়াভাঙ্গা গ্রামের (পশ্চিমপাড়া) ওয়াজেদ আলী ও প্রতিপক্ষ কাবেল উদ্দীনদের মধ্যে সংঘর্ষ হয়।এ সময় উভয়পক্ষের নারীসহ ১৪ জন আহত হয়। আহত ওয়াজেদ আলী জানান, আমার নিজ বাড়ির জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষ পাশের বাড়ির কাবেল উদ্দীনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল।এদিন জমি আমিন দিয়ে মেপে ব্যবস্থা নেওয়ার কথা বলাতেই তারা আমাদের উপর আক্রমণ করে। এ সময় নুরল হক (৭০), আব্দুল কুদ্দুস (৫০), শামসুর হক ও মনিরুল হককে আহত করে। অপরদিকে প্রতিপক্ষ আহত মহিবুল হক (২৫)  জানান, বিনা উস্কানিতে আমাদের প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালিয়ে শাহানা খাতুন (৩৫), শাহিন রানা (২২), ফিরোজা খাতুন, বানিয়ারা খাতুন, ফজলুল হক, সোনিয়া খাতুন ও জুয়েল রানাকে মারাত্বক জখম করে। অন্যদিকে একইদিন উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কড়ুইতলা পাড়াতে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষ বুদুর ছেলে গোলাম হোসেন সাবল দিয়ে আঘাত করে লাল্টু হোসেন ও তার স্ত্রী মঞ্জুয়ারা মারাত্বকভাবে আহত হয়।