তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী পৌর শাখার উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার দুপুরে কর্মহীন পরিবারের সদস্যদের নিকট বাড়ীতে বাড়ীতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসে পৌর ছাত্রলীগের সদস্যরা।
এর আগে গাংনী বাজারের কাথুলী মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্ধোধনী ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল, আহসান হাবীব সঞ্জু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি জীবন আকবর ও ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন