করোনাভাইরাস

মেহেরপুরের গাংনী থানা পুলিশ মানুষকে বাড়িমুখো করতে রাস্তায় নেমেছেন

By মেহেরপুর নিউজ

April 02, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বাজারের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

( নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঔষধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত) কিন্তু তারপর থেকে মানুষকে নিজ নিজ ঘরে অবস্থানের জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সচেতনতামূলক কর্মকাণ্ড নিরলসভাবে করে চলেছেন। অথচ উপজেলার গ্রাম ও শহর গুলোর কয়েকদিনের চিত্র দেখে প্রতীয়মান হয় জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। এ

মন পরিস্থিতিতে গাংনী থানা পুলিশের (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে গাংনী বাজারের প্রধান সড়কগুলোতে মানুষকে বাড়িমুখো করতে কঠোরতা অবলম্বন করে কাজ শুরু করছেন।

এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। ওসি ওবায়দুর রহমান জানান জনগণকে সচেতন করার জন্য যথেষ্ট ভালো আচরণ দেখানো হয়েছে কিন্তু জনগণ এভালো ব্যবহার পাওয়ার যোগ্য নয়। যে কারণে তারা সরকারী নিয়ম ভঙ্গ করে যত্রতত্র চলাফেরা করছে। এ কারণে আজ থেকে গাংনী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগণ,ভ্যান ও অটোচালককে বাইরে না বেরিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানান।