করোনাভাইরাস

মেহেরপুরের গাংনী পৌরসভার ১৮০ জন ভ্যানচালক ও চা-ব্যবসায়ী পরিবারে খাদ্য সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

April 09, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌরসভার ১৮০ জন ভ্যানচালক ও চা- ব্যবসায়ী পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসভা কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে পৌর মেয়র আশরাফুল ইসলাম এ খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে করোনা ভাইরাস সর্তকতা বিষয়ে বলেন, যারা ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তবে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে।

এছাড়াও সকলকে সরকারি প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলতে হবে। কর্মহীন ও অস্বচ্ছল পরিবারে খাদ্য পৌঁছে যাবে। এ সময় উপজেলা প্রশাসনের ট্যাগ অফিসার হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা এ এস এম মাহফুজুর রহমান, পৌরসভা কাউন্সিলরগণ, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।