বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের গাংনী লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত ছেলেমেয়ে মাসসাইক্লোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ।। উচ্চ পর্যায়ের মেডিকেল টিমের স্কুল পরিদর্শন

By মেহেরপুর নিউজ

April 03, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল : মেহেরপুরের গাংনী উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত ছেলেমেয়ে আকিস্মক মাথা যন্ত্রনা ও বমিতে আক্রান্ত হয়ে বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন আব্দুস শহীদের নির্দেশে জেলার উচ্চ পর্যায়ের একটি মেডিকেল টিম স্কুলটি পরিদর্শন করেছেন। বর্তমানে অবস্থা স্বাভাবিক। বেলা ২ টার পর থেকে নতুন করে কেউ এ রোগে আক্রান্ত হয়নি স্কুল কতৃপক্ষ জানিয়েছে। মেডিকেল টিমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান শিশু বিশেসজ্ঞ মৃনাল কান্তি মন্ডল জানান,আসলে এটি একটি মানসিক রোগ। আমরা স্কুলে গিয়ে প্রায় ২৫ জন আক্রান্ত রোগী পাই। যাদেরকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়েছে। এ

রোগটি দেখাদেখিতে ছড়ায়। আতংকিত হওয়ার কিছু নাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। গাংনী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: হাসান আলী বলেন,এটি অজ্ঞাত রোগ না। এটি একটি মানসিক রোগ। যার নাম মাসকোসাইসিস। এটিকে পানিবাহিত রোগও বলা যায়। এটা দেখাদেখিতেরোগীরা আক্রান্ত হয় এবং একসাথে অল্প সময়ের মধ্যে অনেকে আক্রান্ত হবে। আতংকিত হওয়ার কোন কারন নাই। মনের ভয় কেটে গেলে ঠিক হয়ে যাবে। স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন বলেন,সকালে একজন ছাত্রী প্রথমে মাথা যন্ত্রনা ও বমি করতে থাকে। এর কিছুক্ষণ পর থেকে একে একে অনেকে আক্রান্ত সহতে থাকে। তখন আমি বিষয়টি জেলা সিভিল সার্জনকে ফোনের মাধ্যমে অবগত করি। তিনি সাথে সাথে একটি মেডিকেল টিম স্কুলে পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। স্কুলের ক্লাশ আপাতত বন্দ্ধ রাখা হয়েছে। স্কুলের প্রায় ৫০ জনের মতন ছাত্রী এবং ১০ জনের মতন ছাত্র এ রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায়,আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্রী সানজিদা ক্লাশের মধ্যে প্রচন্ড মাথা ব্যাথা সহ বমি করতে থাকে। তার দেখাদেখি ঘন্টা খানেকের মধ্যে একে একে ক্লাশের প্রায় ২৫ জন মেয়ে একই ভাবে প্রচন্ড মাথা ব্যাথা সহ বমি করতে থাকে। অবস্থা বেগতিক দেখে স্কুল কতৃপক্ষ আক্রান্তদের হাসপাতালে পাঠানো সহ সিভিল সার্জনকে অবগত করেন। সিভিল সার্জন তাৎক্ষনিক মেডিকেল টিম পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে ২০ জন ছাত্রী এবং ১০ জনের মতন ছাত্র চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও যারা স্কুল ছেড়ে বাড়ি চলে গেছে তাদের মধ্যে থেকেও দু’ একজন ছাত্রী আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা: আব্দুস শহীদ বলেন,ঘটনা সত্য। মেডিকেল টিম কাজ করছে। এটা আসলে মানসিক রোগ। ভয় পাবার কিছু নেই। ধীরে ধীরে সকলে সুস্থ হয়ে যাবে।