মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ফুটবল একাদশ এর উদ্যোগে গাড়াবাড়িয়া মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। বুধবার বিকালে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।
গাড়াবাড়িয়া একাদশ ও ঝাঝা- হরিরামপুর একাদশ এর মধ্যকার মধ্যকার খেলা গাড়াবাড়িয়া একাদশ ৪-২ গলে ঝাঝা- হরিরামপুর একাদশ কে পরাজিত করে বিজয়ী দলের পক্ষে রহমান ২টি, বাবু ও নাহিদ একটি গোল করেন। ঝাঝা- হরিরামপুরের পক্ষে রমে দুটি গোল করেন।