ফুটবল

মেহেরপুরের গোপালপুরে প্রীতি ফুটবল খেলা ধলা জয়ী

By মেহেরপুর নিউজ

August 31, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গোপালপুর একাদশের উদ্যোগে গোপালপুর মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। সোমবার বিকালে গোপালপুর মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় ধলা একাদশ ও গোপালপুর একাদশের মধ্যকার খেলায় ধলা একাদশ জয়লাভ করেছে।

খেলায় ধলা একাদশ ৩-২ গোলে স্বাগতিক গোপালপুর একাদশকে পরাজিত করে।