অন্যান্য

মেহেরপুরের গোপালপুরে সড়ক দূর্ঘটনায় শিশু সহ আহত ১০

By মেহেরপুর নিউজ

October 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত আলগামনকে পিছন দিকে থেকে থেকে যাওয়া একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ১০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল আহতরা হলো সদর উপজেলার যুগিন্দা গ্রামের কুদ্দুসের ছেলে রবিউল, রেন্টুর ছেলে রানা, আনিছের ছেলে খাইরুল, তাহেরের ছেলে কুদরত, শুকুর আলীর ছেলে সালাম,আমিরুল ইসলামের ছেলে শফিকুল, কালামের ছেলে শিশু নয়ন এবং আরশেদের ছেলে কালাম। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদরে মধ্যে আলগামন চালক রবিউলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার যুগিন্দা গ্রামের মরিচ চাষী রবিউল, রানা, খাইরুল, কুদরত,  সালাম, শফিকুল,  শিশু নয়ন এবং কালাম সহ ১০ জন মরিচ চাষী মেহেরপুর বড়বাজারে মরিচ বিক্রি করে আলগামন যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গোপালপুরে পৌছালে একই দিক থেকে যাওয়া একটি মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।। এতে আলগামনের চালকসহ সকল যাত্রী আহত হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক শাহিনুর রহমান জানান, আহতদের মধ্যে রবিউলের অবস্থা আশকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।