ফুটবল

মেহেরপুরের গোভিপুর ফুটবল টুর্নামেন্টে সাহারবাটির জালে ফতেপুরের ৮ গোল

By মেহেরপুর নিউজ

July 29, 2022

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে সাহারবাটির জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে ফতেপুর একাদশ। ফতেপুর এর হয়ে হ্যাটট্রিক করেছেন জিকো এবং ইমরান।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় ফতেপুর একাদশ ৮-০ গোলের বড় ব্যবধানে সাহারবাটি একাদশকে পরাজিত করে।খেলার প্রথমার্ধে ৩ মিনিটে জিকো গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটের মাথায় ইমরান গোল করে গোলের ব্যবধানে দ্বিগুণে পরিণত করেন, ১৬ মিনিটের মাথায় আরিফ গোল করে গোলের ব্যবধান বাড়ান, ২৬ মিনিটে জিকো নিজের দ্বিতীয় এবং দলীয় চতুর্থ গোলটি করেন।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে জিকো গোল করে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের হয়ে ৫ম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ১৫ এবং ২২ মিনিটে গোল করে ইমরান ও তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩০ মিনিটের মাথায় আরিফ নিজের দ্বিতীয় এবং দলের অষ্টম গোলটি করেন। শেষ মুহূর্তে আরিফ হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর ও লাল্টু।বিজয়ী দলের জিকো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। খেলা শেষে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, সাবেক ফুটবলার সেলিম, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।