ফুটবল

মেহেরপুরের গোভিপুর ফুটবল টুর্নামেন্টে নিজেদের দেওয়া গোলে হারলো বাঁশবাড়িয়া

By মেহেরপুর নিউজ

July 30, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে নিজের দেওয়া ১-০ গোল এই হেরে গেছে শক্তিশালী বাঁশবাড়িয়া একাদশ।

শনিবার অনুষ্ঠিত খেলায় আত্মঘাতী গোলে রতনপুর সূর্যতরুণ ক্লাব জয়লাভ করে। খেলার প্রথমার্ধের মিনিটের সময় আক্রমণ করে রতনপুর সূর্য তরুন ক্লাব। এসময় বাঁশবাড়ীয়ার সুমন বলটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে যায়। আর ওই ১গোলেই শেষ পর্যন্ত জয় লাভ করে রতনপুর সূর্যসেন ক্লাব।

খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু এবং জাহাঙ্গীর হোসেন। এর আগে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান খেলার উদ্বোধন করেন। এসময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, সাবেক ফুটবলার সেলিম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।