আইন-আদালত

মেহেরপুরের গোভীপুরে মা এন্টারপ্রাইজের ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

July 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে  সদর উপজেলার গোভীপুর গ্রামের মা এন্টারপ্রাইজে ভেজাল নারেকেল তেল রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা ও  ভেজাল তেল বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আমিনুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, গোভীপুর গ্রামের মা এন্টারপ্রাইজের গুদাম ঘরে অভিযান চালিয়ে নিজস্ব ব্রান্ড দিয়ে তৈরী ভেজাল মা নারিকেল তেল উদ্ধার করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত মা এন্টারপ্রাইজের মালিক মাসুমের ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। সাথে সাথে বেশ কিছু নারিকেল তেল বিনষ্ট করে। এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভোক্তা সংরক্ষন অধিকার আইনে ভেজাল তেল রাখার দায়ে ব্যাবসায়ী মাসুমের ১৫ হাজার টাকা আদায় করা হয়।