বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গোভীপুর গ্রামে পানিকে কেন্দ্র করে সংঘর্ষ ।। আহত ২

By মেহেরপুর নিউজ

June 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বাড়িতে পানি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন’গোভীপুর গ্রামের মানিক ও তার প্রতিবেশি আশিক। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগ। বুধবার সকালের দিকে সদর উপজেলার গোভীপুর গ্রামের সবজি পাড়ার আশিক তার বাড়ির সামনের রাস্তাটি কনস্টাকশন কাজ করার সময় পানি বাইরে যাওয়ার রাস্তাটি ইট দিয়ে বেঁধে দেয়। এ অবস্থায় পানিটি নর্দমায় না পড়ে পাশের বাড়ি মানিকের বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকতিন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়ই আহত হয়।