ফুটবল

মেহেরপুরের গোভীপুর ভৈরব ক্লাব আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 07, 2019

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাব আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফানুস উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্বোধন করেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী রেজা, সদস্য বজলুর রশিদ প্রমুখ। টুর্নামেন্টে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ৩২টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় আমঝুপি শিশু কিশোর একাদশ জয়লাভ করেছে।

খেলায় আমঝুপি শিশু কিশোর একাদশ ২-১ গোলে হরিরামপুর সিমান্ত ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সুরুজ ও মিকাইল এবং বিজিত দলের শিমুল গোল করেন।