টপ নিউজ

মেহেরপুরের চকশ্যাম নগর গ্রাম্য প্রধানদের নামে থানায় অভিযোগ

By Meherpur News

August 18, 2019

বিদ্যালয় সংলগ্ন জমি অন্যত্র বিক্রি করা সহ গ্রাম্য প্রধানদের নামে থানায় অভিযোগ করায় মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।

রবিবার সকালের দিকে চকশ্যাম নগর গ্রামের সকল শ্রেনী পেশার মানুষ মোটর সাইকেল, আলগামন, নছিমন যোগে এসে মেহেরপুর সদর থানায় বিক্ষোভ করে। পরে সেখানে উভয় পক্ষের মধ্যে আপোশ মিমাংসা হয়।

জানাগেছে মেহেরপুর সদর উপজেলার চকশ্যাম নগর গ্রামের মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ১৫ কাঠা জমি খেলার মাঠ হিসাবে ক্রয় করার চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি জমির মালিক ঐ জমি পাশের বন্দর গ্রামের নাজিমের ছেলে আঃ সামাদের কাছে ২৮ লক্ষ টাকায় বিক্রি করে। কয়েকদিন পূর্বে আঃ সামাদ সেখানে ঘর তৈরীর জন্য ইট বালু ফেলতে শুরু করে।

এদিকে গ্রামের কতিপয় মানুষ ইট বালু নষ্ট করে। জমির মালিক এঘটনায় চকশ্যাম নগর গ্রাম্য প্রধানের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ক্ষোভে ফুঁশে ওঠে এবং গ্রামের হাজার হাজার মানুষ থানায় উপস্থিত হয়।

পরে গ্রামের গ্রাম্য প্রধান সহ জমির মালিকের উপস্থিতিতে ১৪ লক্ষ টাকায় জমি ফিরিয়ে নেওয়া সম্ভব হয়। সদর থানার এসআই আহসান আলি বলেন, গ্রাম্য প্রধান ও জমির মালিকরা বসে বিষয়টি মিমাংসা করেছে।

চকশ্যাম নগর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল বলেন জন স্বার্থে বিষয়টি বিবেচনা কওে জমির মালিকের সাথে আপোষ করা হয়েছে। জমির মালিক আঃ সামাদ বলেন ২৮ লক্ষ টাকার জমি কিনে ১৪ লক্ষ টাকায় দিতে হলো কি আর করার আছে।

 

# নিজস্ব প্রতিনিধি #