আইন-আদালত

মেহেরপুরের চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার এক ব্যবসায়ী জরিমানা

By মেহেরপুর নিউজ

December 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে বড় বাজার এলাকার এক ব্যবসায়ী তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় রাউফ নামের এক ঝালের আড়োতপ অভিযান চালানো হয় । সহকারি কমিশনার মিথিলা দাস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এসময় আড়তে বেশ কিছু প্লাস্টিকের বস্তা পাওয়া যাওয়ার কারণে মালিক রাউফের নিকট থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (২০১০ এর ৫৩ আইন) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা পাট পরিদর্শক মহাসিন শিকদারের সময় সেখানে উপস্থিত ছিলেন।