বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও মেহেরপুর ক্লাবের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনি কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, হাসানুজ্জামান মালেক, অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। পরে বিদায়ী জেলা প্রশাসক কে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, পাবলিক লাইব্রেরী ও মেহেরপুর ক্লাবের পক্ষ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।