বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ঝাঁঝা গ্রাম থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ জালাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

June 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: মেহেরপুরের সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রাম থেকে ৩০ বোতল ফেন্সিডিল সহ জালাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুর সদর থানার ওসি বলেন,আটক জালাল এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একাধিক অভিযোগ রয়েছে। জানা যায়,সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রাম থেকে মাদক বেঁচাকেনার সময় মকসেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী জালাল(৪০)  কে ৩০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে।