বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ঝাউবাড়িয়ায় জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলা সহ আহত ৬

By মেহেরপুর নিউজ

March 22, 2010

নিউজ ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধেরে দু’ পক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত হয়েছে ৬ জন। আহতরা হলেন, ঝাউবাড়িয়া গ্রামের নবাইয়ের ছেলে হোসেন আলী(৬৫), হোসেন আলীর মেয়ে রিক্তা(২০), একই গ্রামের হাফেজের স্ত্রী শেফালী(৪০),আলেকের ছেলে শহিদুল(৫২),মালেকের ছেলে হাফিজ(৫০) এবং একই গ্রামের রায়হান মন্ডলের ছেলে আশাদুল(৩৪)। বর্তমানে তারা মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়,আজ সোমবার ২২ মার্চ সকাল ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের হোসেন আলীর ৩০ বছর আগে কেনা জমিতে থাকা একটি লিচু গাছ কাঁটতে গেলে জমির আগের মালিক পক্ষের ছেলে-মেয়েরা বাঁধার সৃষ্টি করে। জোর করে কাটতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জমির মালিক হোসেন আলী বলেন,৩০ বছর আগে লিচু গাছ সহ গ্রামের রায়হান মন্ডলের কাছ থেকে জমিটি তিনি ক্রয় করেন। কিন্তু ৩০ বছর পর রায়হান মন্ডলের ছেলে মেয়েরা লিচু গাছটি তাদের বলে দাবী করছে। রায়হান মন্ডলের ছেলে আশাদুল বলেন,জমি বিক্রি করলেও গাছটি বিক্রি করা হয়ে ছিলোনা । গাছটি জোর করে কাঁটতে গেলে বাঁধা দেওয়া হয়।