বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৮ ছাত্রী মেচকোনভারসিভ রোগে আক্রান্ত

By মেহেরপুর নিউজ

June 02, 2012

আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৮ ছাত্রী মেচকোনভারসিভ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলো, মাফুজা (১১) হানিফা (১০) নাছরিন ( ১১) সাহানুল (১২) মীম (১০) সাহানাজ (১২) রজনী (১০) সনিয়া (১১)।আক্রান্তরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ একে এম সামসুল আলম সাংবাদিকদের জানান, এটি একটি মেচকোনভারসিভ রোগ এটা সাধারনত এক জনের দেখে একাধিক জনের হয় এটা ভয় পেয়ে বেশির ভাগ হয়ে থাকে। এটা বেশির ভাগ স্কুল কলেজের ছেলে-মেয়েদের মধ্য দেখা দেয়।

এতে আতংকিত হওয়ার কিছু নেই। আমরা চিকিৎসা দিয়েছি। দুই এক ঘন্টার ভিতরে আক্রান্তরা সুস্থ্য হয়ে যাবে । জানাগেছে, শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৮জন ছাত্রী এক সাথে স্কুলে কোচিং শেষে খেলা খেলার সময় হঠাৎ করে তাদের মধ্য মীম নামের এক জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার দেখে ওপর ছাত্রীরা একে একে সবাই অজ্ঞান হতে থাকে। স্থানিয় গ্রামবাসিরা তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রোগীর অভিভাবকরা অভিযোগ করেন, রোগী ভর্তি হওয়ার এক ঘন্টা পার হলেও আমর এখন পযর্ন্ত কোন চিকিৎসা পায়নি এক জন মাত্র নার্স দিয়ে সকর রোগী কে চিকিৎসা দেওয়া অসম্ভাব হয়ে পরেছে ।

ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার একে এম সামসুল আলম এ অভিযোগ স্বীকার করে তিনি বলেন, আমাদের হাসপাতালে লোকবল সংকট তাই আমরা সকল রোগী কে একসাথে চিকিৎসা দিতে পারছিনা ।