কৃষি সমাচার

মেহেরপুরের দক্ষিণ শালিকার কয়েক হাজার বিঘা জমির ফসল পানির নিচে

By মেহেরপুর নিউজ

July 14, 2020

মেহেরপুর নিউজঃ  

গত কদিনের টানা বর্ষণের ফলে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে কয়েক হাজার বিঘা জমির ফসল পানির নিচে  তলিয়ে গেছে।

সরেজমিন দেখা গেছে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ছুঁচু খোলার বিল এর পাশে শালিকা নাওগাড়ার মাঠ থেকে শুরু করে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কোল ঘেঁষে কয়েক হাজার বিঘা জমির উপর কোথাও হাঁটু পানি কোথাও কোমর সমান পানি জমে রয়েছে।

একই গ্রামের আমন গাড়ি, চাতুর মাঠেও কয়েক হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে গেছে। সসে সাথে কয়েকটি পুকুরের মাছ পানিতে ভেসে চলে গেছে। নাওগাড়ার মাঠ থেকে মাত্র কয়েকশ গজ দূরে ছুঁচু খালি বিলের অবস্থান। এ কয়েক শ গজ এলাকা যদি ড্রেনেজ ব্যবস্থা করা হয় কিংবা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এলাকার চাষিরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে।

এলাকাবাসীর জোর দাবি জানিয়েছে কয়েকশ মিটার ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সহ এলাকার আবাদি জমি উদ্ধার করার।