ফুটবল

মেহেরপুরের দারিয়াপুর পাবলিক ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর পাবলিক ক্লাবের উদ্যোগে দারিয়াপুর ফুটবল মাঠে হাবিবুর রহমান ছোট খোকা,আফতাব উদ্দিন,বজলুর রহমান,হয়রত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২০ উদ্বোধনী করা হয়েছে।

রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় রাজাপুর একাদশ জয়লাভ করেছে। খেলায় রাজাপুর একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শামীম জয়সূচক গোলটি করেন। খেলায় শামীম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়।