মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে মুকুল হোসেন (২৮) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সে দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার কালু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর ও সোনা মিয়ার ভাটার খড়ি বোঝায় একটি ট্রাক (যার নং রংপুর-ট ০২-০০১১) ভাটার উদ্যেশ্যে যাচ্ছিল। এ সময় ট্রাকটি
ভাটার নিকটবর্তী স্থানে পৌছালে ট্রাকের উপরে থাকা কালু মিয়ার ছেলে মুকুল হোসেন (২৮) পল্লী বিদ্যুতের প্রধান সংযোগ তারের সাথে জড়িয়ে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।