বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দিঘিরপাড়ায় মাদক বিরোধী অভিযান।। ভ্রাম্যমান আদালতে এক নারীর ৬ মাসের কারাদন্ড।। ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন: মেহেরপুর গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের উদ্যোগে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দিঘিরপাড়া গ্রামের ডলি খাতুনকে (৪২) গাঁজাসহ আটক করে ৬ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। একই অভিযান দল দিঘিরপাড়া গ্রামে পৃথক আরেকটি অভিযানে ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্প সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দপুরে র‌্যাবের একটি বিশেষ অভিযান দল ও মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীনের নেতৃত্বে ভ্রামামান আদালত অভিযান শুরু করেন। অভিযানে মেহেরপুর পৌরসভাধীন দিঘিরপাড়া গ্রামের ডলি খাতুনকে নিজ বাড়ি থেকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) ও ৭(ক) এবং ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ এর ৮(১) মতে দোষি সাব্যক্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত সাদমীন। আদালতের নির্দেশে  তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে র‌্যাব। একই ভ্রাম্যমান আদালতের আরেকটি অভিযানে দিঘিরপাড়া গ্রামের পাকা রাস্তার পাশের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।