বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দিঘিরপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা আহত

By মেহেরপুর নিউজ

September 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় কোহিনুর বেগম (৬০) নামের বৃদ্ধা আহত হয়েছেন। আহত বৃদ্ধা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে দিঘির পাড়া গ্রামের মুনতাজ আলীর স্ত্রী কোহিনুর বেগম রাস্তা পার হয়ে তার বাড়িতে প্রবেশের সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  এতে কোহিনুর বেগম মারাত্মক আহত হয়।