মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামবাসীর উদ্যোগে এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী বাদলের বাড়ির সামনে ইউপি সদস্য জাফর ইকবালের সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন বশির আহমেদ, খলিলুর রহমান মোরাদ আলী, খোরশেদ আলী, এনামুল হক, মইনউদ্দিন, শফিকুল ইসলাম, হযরত আলী প্রমুখ। শ্রক্রবার বিকালে মাদক ব্যবসায়ী বাদলের বাড়িতে ৩ যুবককে মাদক কিনতে আসতে দেখায় গ্রামবাসীরা এ আলোচনার সভার আয়োজন করে বলে জানান ইউপি সদস্য জাফর ইকবাল। এ সময় বাদলের স্ত্রীকে আলোচনা সভায় ডেকে মাদক বিক্রি করার কথা জানালে তার জবাবে বাদলের স্ত্রী বলেন আমরা আর মাদক ব্যাবসা করি না। আমরাও চাই দিঘীরপাড়া মাদকমুক্ত হোক।