রাজনীতি

মেহেরপুরের দু’টি আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।। প্রত্যাহার করলেন ৫ জন

By মেহেরপুর নিউজ

December 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনা অনুয়ায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে ৩ জন  এবং গাংনী আসনে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।তারা হলেন মেহরপুর ১ আসনে বর্তমান এমপি জয়নাল আবেদীন,জাতীয় পার্টির আব্দুল হামিদ এবং পৌর মেয়র মোতাছিম বিল্লাহ। এছাড়া গাংনী আসনে মখলেসুর রহমান মুকুল,কিতাব আলী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য,বাছাইপর্বে মোখলেসুর রহমান মুকুলের মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি আপিল করলে তার প্রার্থীতা ফিরে পান।ফিরে পাবার পর আজ শুক্রবার তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এদিকে প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিনে মেহেরপুরের দু’টি আসনে ৫ জন প্রার্থী নির্বচনে প্রতিদ্বন্দীতা করবেন। আগামীকাল ১৪ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করবেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন নির্বাচন অফিস সুত্রে এমনটিই জানা গেছে। চুড়ান্ত প্রতিদ্বন্দীতা করবেন যারা: মেহেরপুর ১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল এবং স্বতন্ত্র প্রার্থী শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভেোকট ইয়ারুল ইসলাম। মেহেরপুর ২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এম এ খালেক,স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন এবং জাতীয় পার্টি(মঞ্জু) আব্দুল হালিম।