নির্বাচন

মেহেরপুরের দুটি আসনে ৯ জনের মনোনয়ন প্রত্যাহার, আওয়ামীলীগ-বিএনপির একক প্রার্থী

By মেহেরপুর নিউজ

December 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর: মেহেরপুর-১ আসনের তিনজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, জেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। এদের মধ্যে বিএনপি থেকে জাকির হোসেন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন। অপরদিকে মেহেরপুর-২আসনে ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল গনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফ হোসেন মুকুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম। এদের মধ্যে বিএনপি থেকে আমাজদ হোসেন ও শরিফ হোসেন মুকুল প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পত্র প্রত্যাহার করার পর মেহেরপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন, বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবুল কালাম কাসেমী ও জাকের পার্টির জাকের পার্টির পক্ষে সাইদুল আলম। মেহেরপুর-২ আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন, বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন, জাতিয় পার্টির কিতাব আলী, জাকের পার্টির আলী আকবর, মুসলিম লীগের জাভেদুর রহমান জনি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল কাদের। মেহেরপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: আতাউল গনি জানান, দুটি আসনে ৯ জন প্রার্থী মনোনায়ন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামীলীগ ও বিএনপির একক প্রার্থীসহ ১১ জন প্রার্থী চুড়ান্তভাবে থেকে গেলেন।