আইন-আদালত

মেহেরপুরের দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 21, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় দুটি দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সহ বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ধার।

ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়। খাদ্যপণ্য আগুনে বিনষ্ট করা হয় এবং একটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের কলেজ মোড় এলাকায় নাইম স্টোর ও এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড এন্ড টেলিকম অভিযান চালায়।

এ সময় দোকান দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় নাঈম স্টোরের মালিক এর ২হাজার টাকা এবং এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড এন্ড টেলিকমের মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় একই সাথে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় সহ অন্যান্য খাদ্য সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং এস এম কে আজমাইন কসমেটিক্স ফুড এন্ড টেলিকম সিলগালা করে দেওয়া হয়