বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের দেবীপুরে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 21, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে লাঠি খেলা শুরু হয়।

দেবীপুর গ্রামে সাধারণ মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হয় এ লাঠি খেলার। কাঁসার শব্দে চারপাশে যেন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয়। লাঠি দিয়ে অন্যের আক্রমণ ঠেকাতে থাকেন। আর এরই মধ্যে নিজের চেয়ে বড় লাঠি নিয়ে অদ্ভুত সব কসরত দেখিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন লাঠিয়ালরা। দল বেধে আগত দর্শকদের সালাম বিনিময় করেন। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন।

দেবীপুর গ্রামের আশেপাশে থেকে হাজার হাজার জনতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করেন। লাঠি খেলার পাশাপাশি সেখানে মোটরসাইকেলের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।