বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নতুনপাড়া থেকে হেরোইনসহ ২ জন আটক

By মেহেরপুর নিউজ

March 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: মেহেরপুর শহরের নতুনপাড়ার ফজলুর ব্রিকফিল্ড মাঠে অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ ২ মাদকসেবীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটকৃতরা হলো,মেহেরপুর শহরের বেড়পাড়ার আছের আলীর ছেলে মানিক (২৫) এবং ইউসুফ আলীর ছেলে সুমন (২৭)। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশ জানায়,আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই সবুর ও এএসআই সামসুদ্দিন আহমেদ মেহেরপুর শহরের নতুনপাড়ার ফজলুর ব্রিকফিল্ডমাঠে অভিযান চালায়। এ সময় ৭ গ্রাম হেরোইনসহ বেড়পাড়ার আছের আলীর ছেলে মানিক ও ইউসুফ আলীর ছেলে সুমনকে আটক করে ডিবি কার্যালয়ে নেয় ডিবি পুলিশের সদস্যরা।জিজ্ঞাসাবাদ শেষে তাদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।