টপ নিউজ

মেহেরপুরের নবাগত পুলিশ সুপারকে এনসিটিএফ’র শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

August 08, 2019

মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ )এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানায়।

এসময় পুলিশ সুপার শিশুদের উদ্দেশ্যে বলেন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে নিরলস পরিশ্ম করতে হবে।  এনসিটিএফ’র মেহেরপুর জেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন, সম্পাদক ফরিদা আফরিন, এলিজা, মিশি, নৌশিন, তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন। # নিজস্ব প্রতিনিধি #