বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের নুরপুরে জমি দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে উভয় গ্রুপের ৪০ জন আহত

By মেহেরপুর নিউজ

June 09, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুন:

মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে জমি দখল কে কেন্দ্র করে ঘন্টাব্যাপী চলা গ্রাম্য আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে উভয় গ্রুপের ৪০ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে নুরপুর গ্রামের হারানের ছেলে জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যারা, আওয়ামীলীগ সমর্থক হারান শেখের,ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), আবু বক্কর এর ছেলে আব্বাস (৩০),তাহেরের ছেলে ফেরদৌস (৩০) মনোরদ্দিন এর ছেলে সেলিম, ফিকিরের ছেলে সাহাবুদ্দিন (৬০), তাহেরের ছেলে মুস্তাক (২৬), ফজলুল হক এর ছেলে মিনাজুর (১৩), আজত এর ছেলে রিপন, মনোরদ্দিন এর

ছেলে মুনছুর (৩০), তাইজেলের ছেলে এনামুল (১৮), সুরুজ এর ছেলে হাসমত (১০), কাসেমের ছেলে আইজেল (৩৫),  ফজলুর ছেলে জব্বার (১৬), কিতাব এর ছেলে বানা মালি, কাসেম এর ছেলে মুজাম এবং  বিএনপি সমর্থক গ্রুপের আজিবর এর ছেলে ইয়ার আলী (৩৫), আজিবার এর ছেলে সাবদার (৪৫), আজের আলীর ছেলে বেবি (৩১). আজিবারের ছেলে কলিমদ্দিন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান,মেহেরপুর জেনারেল হাসপাতালে আহত ২০ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক।

মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাচ আলী বলেন,বিএনপি নেতা নুরুলের নেতৃত্বে  ভূমি দখলদার বিএনপি সন্ত্রাসীরা আওয়ামীলীগ নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস আই জিহাদ বলেন,জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। যা চলে ঘন্টাব্যাপী। পরিস্থতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে।

তিনি বলেন,বুধবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত কোন পক্ষ মামলা করেনি। কেউ আটকও হয়নি। তবে আটকের জন্য রাতভর অভিযান চলাবে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ০৯ জুন বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে  দীর্ঘদিন ধরে দখলে রাখা আওয়ামীলীগ কর্মী সূর্য’র জমি দলবল নিয়ে দখল করতে যায় বিএনপি নেতা রিয়াজের নেতৃত্বে  জমির মালিক দাবীদার জুলাই শেখের ছেলে রিয়াজ। এসময়  সূর্যের লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ এক পর্যায়ে আওয়ামীলীঘ ও বিএনপির সংঘর্ষে পরিনত হয়। সংবাদ পেয়ে মেহেরপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালীন সময়ে রিয়াজ গ্রুপের লোকজনেরা সূযের স্ত্রীকে মারধর সহ তারএবং গ্রাম্য আওয়ামীলীগ নেতা ডা:মুসাদের বাড়ি ভাংচুর করে।

এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে মেহেরপুর-আটকবর সড়কে যানচলাচল বনদ্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বনদ্ধ থাকার পর পুলিশী হস্তক্ষেপে পুনরায় যানচলাচল শুরু হয়।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম বলেন,বিএনপি সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে।