মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল: ডাকাতি মামলায় অাদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে বাস থেকে নামিয়ে প্রকাশ্যে ইসরাফিল নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ইসরাফিল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি সক্রিয় সদস্য ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। নিহত ইসরাফিল দু’মাস আগে জামিনে মুক্ত হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বাদল শেখের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে মেহেরপুর পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল ও র্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর থেকে ৮ কবরের উদ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নুরপুরে মোড়ে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ইসরাফিলকে বাস থেকে জোর করে নামিয়ে রাস্তার ওপরে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। এসময় জনগন এগিয়ে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়।
মেহেরপুর সদর থানার এস আই দুলু জানান, নিহত ইসরাফিলের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ডাকাতি, অস্ত্র, বিষ্ফোরক দ্রব্যসহ ৪টি মামলা রয়েছে।